Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সভা ও বাজেট অধিবেশন সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পদক্ষেপ গণপাঠাগারের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয়-ব্যয় ২ লক্ষ ৬১ হাজার ৮ শত টাকা ধরা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় পাঠাগার কার্যালয়ে সাধারণ সভায় সংগঠনের সভাপতি সস্কৃতি মন্ত্রণালয়ে উপ-সচিব মোস্তফা মোর্শেদ এ বাজেট ঘোষণা করেন।
গণপাঠাগারে অর্থ সম্পাদক এস এম মিজানুর রহমান বিগত বছরের আয়-ব্যয় ঘোষনা করেন। বাজেটে ২০১৮-১৯ অর্থ বৎসরের ২লাখ ১৮ হাজার ৩শ ৪০ টাকা আয় এবং ১ লাখ ৭৮ হাজার ৫শ ৪৯ টাকা, ব্যয় দেখানো হয়েছে। ব্যাংক স্থিতি রয়েছে ৩৯ হাজার ৭শ ৯১ টাকা।
এদিকে পদক্ষেপ গণপাঠাগারের বিভিন্ন কর্মসূচির প্রতিবেদন পেশ করেন গণপাঠাগারের সেক্রেটারি মনিরুল ইসলাম জুয়েল। এ সময় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পদক্ষেপ গণপাঠাগারের সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ নুরউদ্দিন, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এহতেরামুল হক সোহাগ, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি প্রভাষক মাজহারুল ইসলাম প্রমুখ।