Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইউপি সদস্য ময়না মিয়া হত্যা মামলা ॥ ৬ আসামীর জামিন না-মঞ্জুর

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে আলোচিত ইউপি সদস্য ময়না মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৬ আসামী গত মঙ্গলবার হবিগঞ্জ আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত মঙ্গল এজাহার নামীয় ৬ আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে। আদালত শুনানী শেষে ময়না মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় আসামী বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের গরিব উল্বার ছেলে আরজু মিয়া, মামুন মিয়া, আমীর আলীর ছেলে মোশারফ, মন্নান মিয়ার ছেলে জুবায়ের, মনির ও মদরিছ মিয়ার ছেলে মোবাশ্বির মিয়াকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এছাড়াও এ মামলায় ইতিপূর্বে গ্রেফতারকৃত আরো ৪ জন জেল হাজতে রয়েছে।
প্রসঙ্গত, ২২ মার্চ ২০১৯ শুক্রবার রাত ৮টায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় নিহত ময়না মেম্বারের বড় ছেলে বাবলু মিয়া ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এজাহারনামীয় ৮ জন এবং সন্দেহভাজ হিসেবে নেত্রকোনার কালিয়াজুরীর জালাল ও দক্ষিণ যাত্রপাশা এলাকার এনামুল কারাগারে রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল হক এর সাথে যোগাযোগ করা তিনি জানান, মামলার তদন্তের বিষয়ে আমরা অনেকদূর এগিয়েছি। ইতিমধ্যে তদন্তকালে ময়না মিয়া হত্যার বিষয়ে যে সকল তথ্য-উপাত্ত পাওয়া গেছে প্রতিটি বিষয়ই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধী যেন কোন অবস্থাতেই পার না পায় সে বিষয়েও পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ন্যায় বিচারের স্বার্থে ময়না মিয়া হত্যাকান্ডের ঘটনায় বানিয়াচং সার্কেল, ওসি বানিয়াচং ও জেলা গোয়েন্দা মানিকুল ইসলামকে সদস্য করে তদন্ত সহায়ক কমিটিও কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল হক।