Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ট্রাক-ম্যাক্সি সংঘর্ষ ম্যাক্সি চালকসহ নিহত ২, আহত ৫

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে ম্যাক্সি চালক ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-ম্যাক্সি চালক চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের জাহের মিয়া (২৮) ট্রাকের হেলপার। তবে হেলপারের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, মাধবপুর থেকে যাত্রী নিয়ে একটি ম্যাক্সি (হবিগঞ্জ-ছ-১১-০০৩০) হবিগঞ্জে আসছিল। ম্যাক্সিটি হাড়িয়া নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-২২৮৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক ও ম্যাক্সি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ম্যাক্সি চালক জাহের মিয়া ও ট্রাকের হেলপার অজ্ঞাত (১৮) ঘটনাস্থলেই মারা যায়। আহতদের মধ্যে ম্যাক্সি যাত্রী দিলীপ বোস (৬০), সমর দাস (৩৫), রাম চক্রবর্তী (২৫), অজ্ঞাত (২২) ও আমজাদ হোসেন (২৭)কে মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনতা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ম্যাক্সি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানান-নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।