Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপরাধী ও সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় নেই-সৈয়দ মোঃ শাহজাহান

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-অপরাধী ও সন্ত্রাসীদের কোন রাজনৈতিক পরিচয় নাই। তারা যখন যে ক্ষমতায় যায় তাদের সাথে থেকে সুবিধা ভোগ করতে চায়। তাদের চিহ্নিত করে আইন প্রয়োগ সংস্থার হাতে তুলে দিতে হবে। গ্রামের সাধারন মানুষের চাহিদা বেশী কিছু নয়, তারা চায় পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে। তাদের সেই চাওয়া নিশ্চিত করাই হচ্ছে আমাদের কাজ। বিগত উপজেলা পরিষদ জনসাধারনে সমস্যার সমাধান না করে জিয়ে রেখেছে। উপজেলার জন সাধারন ব্যাপক আশা-আকাংখা নিয়ে আমাদেরকে বিপুল ভোটে নিবাচিত করেছে তাদের সেই আকাংখার প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান পরিষদ মানুষের সমস্যার সমাধানে কাজ শুরু করেছে। আশা করি এ পরিষদের মেয়াদেই অধিকাংশ সমস্যা সমাধান হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন বাসীর পক্ষ থেকে তাদের দেয়া গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছাতিয়াইন বাজার মাঠে সাবেক চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যাান এড. সুফিয়া আকতার হেলেন, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ছাতিয়াইন ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আবু নাসের মোঃ জামাল, শিক্ষক সমিতির সভাপতি শেখ কামরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক সুবল চন্দ্র ভট্টাচায্য, এড.জসিম উদ্দিন, শহিদুল ইসলাম বাবু, জালাল মিয়া, ছায়েদ মিয়া, দিয়ারিশ মিয়া, সফিক মিয়া, কামাল হোসেন, মাসুক মিয়া, বাচ্চু মেম্বার, মাওলানা আব্দুল কুদ্দুছ নুরী, রশিদ মেম্বার প্রমূখ। পরে ইউনিয়ন পরিষদ, ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজ, বাজার কমিটির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেষ্ট দেয়া হয়।