Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বেতন দিতে দেরী হওয়ায় নবীগঞ্জে ছাত্রীকে বেত্রাঘাত

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বেতন দিতে দেরী হওয়ায় এক ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন-নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এন্ড স্কুলের শিক্ষক রাজিব চৌধুরী।
অভিযোগে জানা গেছে, নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এন্ড স্কুলের ৭ম শ্রেণির জনৈক ছাত্রী দরিদ্র পরিবারের হওয়ায় স্কুলের ৪ মাসের বেতন বকেয়া হয়। ছাত্রীটি চলতি মাসের ১৫ জুন ২ মাসের বেতন দিতে চাইলে শিক্ষক রাজিব চৌধুরী উত্তেজিত হয়ে ওই ছাত্রীকে বেত্রাঘাত করেন। এতে ছাত্রীর শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। বিষয়টি ছাত্রীর বড় ভাই নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। শিক্ষকের এহেন আচরণে ক্ষুব্ধ স্কুলের অভিভাবকরা।
এব্যাপারে অভিযুক্ত রাজিব চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে করা এ অভিযোগ মিথ্যা। স্কুলের সভাপতি নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, বেতনের জন্য ছাত্র-ছাত্রীর উপর প্রহার করা এক ধরনের বড় অপরাধ। বকেয়া বেতনের জন্য একজন শিক্ষক এমন কাজ করতে পারেন না। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।