Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চোরাই ও লাইসেন্সবিহীন মোটর সাইকেল ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে অর্ধশতাধিক মোটর সাইকেল আটক ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদেরকে মামলা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নির্বাচনকে সামনে রেখে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের চৌধুরী বাজার, সদর থানা মোড়, কোর্ট স্টেশন পয়েন্ট, কলেজ রোড, চৌধুরী বাজার, বাইপাস সড়ক ও শায়েস্তাগনরসহ বিভিন্ন পয়েন্টে এসআই অমিতাভ রায়, জুয়েল সরকার, সাহিদ মিয়া, ইকবাল হোসেন ও আব্দুর রহিমসহ কয়েক অফিসার চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল আটক করেন। অনেক চালক কাগজপত্র নিয়ে আসার কথা বলে সটকে পড়ে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাংবাদিক ও পুলিশের ভূয়া স্টিকার লাগিয়ে চোরাই মোটর সাইকেলে ব্যবহার করছে। এসব মোটর সাইকেল আরোহীরা বেপরোয়া গতিতে চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নজরে এলে পুলিশ অভিযান শুরু করে।