Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট বিভাগে জাতীয় পার্টি (এরশাদ) ভাঙ্গনের সূত্রপাত দশম জাতীয় সংসদ ॥ ছোট হয়ে আসছে এরশাদের দুর্গ ত্যাগীরা ভীড়ছেন জাফরের সাথে

স্টাফ রিপোর্টার ॥ এক সময়ে এরশাদের দুর্গ হিসেবে খ্যাত সিলেট বিভাগের ৪ জেলার জাতীয় পার্টিতে ভাঙ্গন শুরু হয়েছে। যাদের নেতৃত্বে জাপার দুর্গ তৈরী হয়েছিল সিলেটে বিভাগে সেই ত্যাগী ও প্রভাবশালী নেতারা একে একে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গ ত্যাগ করে ভিড়ছেন ১৯ দলীয় জোটের শরীক দল জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের সাথে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের নেতৃত্বেই অর্ধলক্ষাধিক নেতাকর্মীকে নিয়ে সিলেট বিভাগে সাংগঠনিক শক্তির জানান দিতে চান তারা। ফলে সিলেটে স্বামী-স্ত্রীর (এরশাদ-রওশন) রাজনৈতিক বলয় ক্রমশ ছোট হয়ে আসছে। তবে, জাপার এমন করুণ পরিণতি আঁচ করতে পেরে নেতাকর্মীদের ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছেন পার্টি চেয়ারম্যান এএইচএম এরশাদ। কন্তু সফলতা দেখাতে পারছেন না। বিশেষ করে পার্টির সাংগঠনিক কমিটিগুলো প্রবাসী নির্ভর হওয়ায় এরশাদ অনুসারী মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা চরম হতাশ।
সিলেট বিভাগে জাতীয় পার্টি (এরশাদ) ভাঙ্গনের সূত্রপাত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণকে কেন্দ্র করে। ওই নির্বাচনে একেক সময় একেক কথা বলে যে নাটক দেখিয়েছেন এতে করে সাধারণ মানুষ দুরের কথা খোদ দলের নেতাকর্মীরাও তাঁর প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। থুথু বাবা থেকে শুরু করে অনেক উপাধী লাভ করেছেন এরশাদ। সে সময় এরশাদ ছেড়ে পৃথক জাপা গঠন করেন জাপার প্রভাবশালী নেতাও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ। তাঁর পার্টি ত্যাগ ও নতুন পার্টি গঠনের মধ্য দিয়েই সিলেট বিভাগে ৪ জেলায় জাতীয় পার্টি (এ এইচ এম এরশাদ ) ভাঙ্গনের সানাই বেজে উঠে। নানা ভাগে বিভক্ত হয়ে পড়েন সিলেট অঞ্চলের প্রবীণ ও নবীণ নেতা-কর্মীরা। এতদিন প্রকাশ্যে কথা না বললে ও ইদানিং নেতা কর্মীদের অনেকের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষে জাপা দলের প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগের ৪ জেলার সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক জাতীয় পার্টি (এরশাদ) থেকে অব্যাহতি নিয়ে ১৯ দলীয় জোটের শরীকদল জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক প্রধান মন্ত্রী কাজী জাফরের দলে যোগ দেয়ার সিলেট অঞ্চলের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ও হবিগঞ্জ ৪ জেলার জাতীয় পার্টি (এরশাদ) দ্বিধাবিভক্তি প্রকট হয়েছে। সিলেট বিভাগের অনেক প্রভাবশালী নেতা ও এরশাদের জাপা ছেড়ে কাজী জাফরের ১৯ দলীয় জোটের শরীক দল জাতীয় পার্টিতে ভিড় করছেন। জাপার ভাঙ্গন ও অস্থিরতার কারণে সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে একটিতে ও জয়লাভ করতে পারেনি জাপা সমর্থিত প্রার্থীরা। এমনকি বিজয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেনি। খোজ নিয়ে জানা গেছে, জাতীয় পার্টির এরশাদ ছেড়ে কাজী জাফরের সঙ্গে যোগ দিয়েছেন জাপা প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও ৩ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্যমে এ মুকিত খাঁন, সাবেক সংসদ সরফ উদ্দিন খসরু, প্রেসিডিয়াম সদস্য ও সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান সামসুল আবেদীন, সাবেক সংসদ এডভোকেট বদরুদ্দোজা সুজা, পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান হেলাল। এছাড়া জাপা সাবেক সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ মকসুদ ই-বনে আজিজ লামা, সাবেক সংসদ এডভোকেট আব্দুল মজিদ মাষ্টার, কেন্দ্রীয় সাংগঠিনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান ও সিলেট মহনগর সভাপতি এডভোকেট গিয়াসউদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মহানগর জাপার সাবেক সভাপতি এডভোকেট কাজী আশরাফ সহ জাতীয় পার্টি (এরশাদ) শীর্ষ স্থানীয় শতাধিক নেতাকর্মী এ এইচ এম এরশাদকে ছেড়ে ১৯ দলীয় জোটের শরীকদল জাতীয় পার্টি চেয়াম্যান ও সাবেক প্রধান মন্ত্রী কাজী জাফরের দলে যোগ দিচ্ছেন বলে সিলেট বিভাগে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে। ইতোমধ্যে সিলেট বিভাগের ৪ জেলায় জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব বন্টন করা হয়েছে। ১৯ দলীয় জোটের শরীক দল জাতীয় পার্টির (কাজী জাফর) সিলেট বিভাগীয় ৪ জেলা সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এছাড়া সিলেট জেলয় এম এ মুকিত খাঁন, মৌলভীবাজার জেলায় সাবেক এমপি নবাব আলী আব্বাস খাঁন, ও সুনামগঞ্জ জেলার দেওয়ান সামসুল আবেদীনকে ১৯ দলীয় জোটের শরীক দল জাতীয় পার্টি (কাজী জাফর) জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ও ওয়ার্ড কমিটি গঠনের উক্ত জেলার সমন্বয়কারী দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় পার্টি (এরশাদ) সিলেট বিভাগে যাদের নিয়ে পরিচিত ছিল সেসব নেতা দল ত্যাগ করায় নেতাকর্মী ও সমর্থকরা পড়েছেন বিপাকে। নাম প্রকাশ না করার শর্তে সিলেট জেলা ও মহানগর শাখার একাধিক নেতা জানান, এ এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এখন প্রবাসী নির্ভর হয়ে পড়েছে। প্রবাসীরা দেশে এসে কোন দলে ভালো জায়গায় যেতে ব্যর্থ হয়ে এরশাদের কাছে যান। সেখানেই তাদের জায়গা হয়। উদাহরণ হিসেবে তারা সিলেট বিভাগে বর্তমান জাতীয় পার্টি বিনা ভোটের তিন এমপি সেলিম উদ্দিন, ইয়াহিয়া আহমদ চৌধরী ও এম এ মুনিম বাবুর কথা উল্লেখ করেন। এরশাদ ছেড়ে কাজী জাফরের জাতীয় পার্টিতে যোগ দানকারী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, এরশাদ একজন ব্যক্তি। তার কথা মতো তো আর দল চলতে পারে না। দলের একটি নিজস্ব আদর্শ আছে। জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধ জাতীয় পার্টির মূল আদর্শ। এরশাদ সেটি ধরে রাখতে পারছেন না। কাজী জাফর মূল আদর্শ ধরে রাখতেই আলাদাভাবে দল গঠন করেছেন। তার নেতৃত্বেই জাতীয় পার্টির নেতাকর্মীরা পথ চলতে শুরু করেছেন। তিনি বলেন, সারা দেশের মতো সিলেট বিভাগে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংগঠনিক কমিটি গঠনের উদ্যোগে নেয়া হয়েছে। সিলেট বিভাগের ৪ জেলায় পার্টির সমন্বয়কারীকে দায়িত্ব দেয়া হয়েছে। শিগগিরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট বিভাগে স্ব স্ব জেলায় সফরের মধ্য দিয়ে জাতীয় পার্টি (কাজি জাফর) সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।