Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌরসভায় ২১ কোটি টাকার বাজেট ঘোষণা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভায় ২০১৯-২০২০ অর্থ বৎসরে ২১ কোটি ৪১ লক্ষ ৬৮ হাজার ২ শত ৮০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা এ বাজেট ঘোষনা করেন। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কেটি ২ লক্ষ ৬৮ হাজার ২শ ৮০ টাকা ও উন্নয়ন খাতে ১৬ কোটি ৪৬ লক্ষ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭০ লক্ষ ২০ হাজার ৪শ ৪৪ টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৪৬ লক্ষ টাকা। উদ্ধৃত ধরা হয়েছে ২৫ লক্ষ ৪৭ হাজার ৩৮ টাকা। বাজেট সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডার এড. মোহাম্মদ আলী পাঠান, পৌর সচিব এম. আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী আশিষ দেবনাথ, দুর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, অধ্যক্ষ সাইফুল হক মির্জা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকন উদ্দিন লস্কর, আইয়ুব খান, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক জামাল মোঃ আবু নাসের, রাজিব দেব রায় রাজু, কাউন্সিলর দুলাল খাঁ, অজিদ কুমার পাল, আবুল বাশার, বাবুল হোসেন, ব্যবসায়ী আশিকুর রহমান প্রমূখ।
পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা বলেন, মাধবপুরকে আধুনিক পৌরসভায় রুপান্ত করতে এবং নাগরিক সেবা বৃদ্ধি করতে ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে। কিন্তু একটি দুষ্ঠচক্র উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্থ করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।