Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ২২ হাজার ৯৬১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ আগামী ২২ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক এডভোকেসি ও পরিকল্পনা অনুষ্টিত হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মাসুমের সভাপতিত্বে ও ইপি আই টেকনিশিয়ান মোঃ সাখাওয়াত হুসেন শাহীনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান, চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাসেম, এসআই আবুল বাসার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপ্না আক্তার। এছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আগামী ২২ জুন উপজেলার ৬টি ইউনিয়নের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২২ হাজার ৯শ ৬১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওনো হবে বলে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মাসুম জানান। সভায় বক্তাগন এ প্লাস ক্যাম্পেইন কে সফল করার জন্য সকলের প্রতি অনুরুধ জানান।