Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি মিলাদ গাজীকে স্বাগত জানিয় নবীগঞ্জে মোটর সাইকেল শুভাযাত্রা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী পবিত্র ওমরাহ হজ শেষে দেশে আগমন উপলক্ষ্যে বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা, পথ সভা ও ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এমপি মিলাদ গাজীকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা দিয়ে নবীগঞ্জ শহরে নিয়ে আসেন। পরে শহরের নতুন বাজার মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের হেলাল, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শাহেদ গাজী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তাক গাজী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবীবুর রহমান হাবীব, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, মুহিনুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ প্রমূূখ। এছাড়াও উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, সহ-সভাপতি পিন্টু রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হিমাদ্রী শেখর দাশ, সবুর আহমদ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌর আওয়ামীলগ নেতা এটি এম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, মানিক দাশসহ মোটরসাইকেল শোভা যাত্রা, পথ সভা ও ঈদ পূর্ণমিলনিতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথ সভায় এমপি মিলাদ গাজী বলেন-‘তৃনমূলের নেতাকর্মীদের নিয়ে নবীগঞ্জ ও বাহুবল উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।’