Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গনসংযোগকালে টিটু ॥ পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জমি রয়েছে সেটি উদ্ধারের চেষ্ঠা করবো

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেছেন, শহরের আধুনিক স্টেডিয়ামের পাশে ময়লা আর্বজনার ভাগারে পরিণত হয়েছে। এতে জনদূর্ভোগসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমি পৌরসভার সম্মানিত ভোটারগণের ভোটে নির্বাচিত হলে পৌরসভায় ময়লা আর্বজনা ফেলার নির্দিষ্ট জমি রয়েছে সেটি উদ্ধারের চেষ্ঠা করবো। তিনি গতকাল বুধবার দিনব্যাপী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৮নং ওয়ার্ডে নারিকেল গাছ প্রতীকের গণসংযোগকালে পৌরবাসীর উদ্দ্যেশে একথা বলেন। জেলা যুবলীগের সহ-সভাপতি ও ৮নং ওয়াডে কাউন্সিলর ৮ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফুল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইসতিয়াক চৌধুরী রাজ, মটর মালিক সমিতির সদস্য আনোয়ার ইসলাম, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক, মোঃ আলমগীর, অ্যাডভোকেট আলী আফজল আপন, জুয়েল মিয়া, সৈয়দ তৈমুর রেজা মুর্শেদ, শিক্ষক দিপংকর দেব রায়, প্রসেজিৎ চৌধুরী, যুবলীগ নেতা রিয়াজ আহমেদ, সাব্বির আহমেদ রনি, ছাত্রীলগ নেতা মুর্শেদ আলী মিশন, বাধন শীল, মনসুর আহমেদ ইদু, ফাহিম চৌধুরী, সৈকত দেবনাথ, বিজন দাস, বিল্পব দাস প্রমুখ। রাতে নারিকেল গাছ মার্কার সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় মতবিনিময়সভা ও গণসংযোগ করেন মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।