Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ের সিংহগ্রামে হামলা ভাংচুরের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রামে এক নিরীহ পরিবারের উপর হামলা, ভাংচুর ও লুটপাট করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ওই পরিবারের কর্তা মৃত মগল মিয়ার পুত্র হাফিজুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মৃত আদর হোসেনের পুত্র আদলু মিয়া, আব্দুল আলী, মৃত আরফান আলীর পুত্র ইছাক মিয়া, মৃত সানু মিয়ার পুত্র মাহফুজ মিয়া, আব্দুল আলীর পুত্র মোহাম্মদ আলী ও রহমত আলীসহ ৯ জনকে আসামী করে গতকাল বুধবার হবিগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলাটি বিচারক আমলে নিয়ে উল্লেখিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা গোয়েন্দা শাখার ওসিকে নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, হাফিজুল ইসলামের সাথে আসামীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ২৮ মে দুপুর ২টার সময় উল্লেখিত আসামীরা দেশীয় প্রাণনাশক অস্ত্রশস্ত্র নিয়ে হাফিজুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তারা বাধা দিলে তার ভাই আমিরুল ইসলামকে পিটিয়ে আহত করে এবং ঘরের জিনিসপত্র ভাংচুর করে মারাত্মক ক্ষতি করে। এছাড়া আলমারির ভেতর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় সালিশ হলে আসামীরা সালিশের রায় না মানিয়া বাদী ও তার পরিবারকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে তারা।