Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহাসড়কের মিরপুর থেকে মাধবপুর ১৬ স্পটে বিক্রি হচ্ছে চোরাই তেল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাহুবলের মিরপুর থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ১৬ স্পটে বিক্রি হচ্ছে চোরাই তেল। রশিদপুর গ্যাস ফিল্ড থেকে অপরিশোধিত ডিজেল বহনকারী ট্যাঙ্কলরি থেকে ওই সব স্পটে তেল বিক্রি করা হয়। অনুসন্ধানে জানা গেছে, বাহুবলের মিরপুর তিতারকোনা স্পটে সবচেয়ে বড় তেল পাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ওই স্পটে তেল পাচারকারী চক্রের নিয়ন্ত্রণে রয়েছে সরকারী দলের স্থানীয় এক নেতাসহ কয়েক জন। এর অনতিদূরে বশিনা বাসস্ট্যান্ডে অপর এক যুবক তেল পাচারের সাথে জড়িত। লস্করপুর রেল গেইটে ৩/৪ ব্যক্তি অবৈধভাবে তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার বিধান ত্রিপুরা ওই এলাকা থেকে হাতেনাতে ৩পাচারকারীকে আটক করেছিলেন। এরা মাসাধিকাল হাজত বাসের পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে। একই ভাবে শায়েস্তাগঞ্জ শানখলা রাস্তার মোড়ে স্থানীয় এক নেতার সহযোগিতায় চোরাই তেলের ব্যবসা জমে ঊঠেছেন। সুতাং পুরাসুন্দা রাস্তার মুখে দুই ব্যক্তি ট্যাঙ্কলরি থেকে প্রকাশ্যে তেল নামিয়ে পাচার করছে। এছাড়া অলিপুর, জগদীশপুর, আন্দিউড়া ও মাধবপুর সদরে আরও অন্তত ৬টি স্পটে ট্যাঙ্কলরি থেকে তেলা নামানো হচ্ছে।
বিভিন্ন সংস্থার পাশাপাশি কতিপয় অসৎ সাংবাদিককেও ম্যানেজ করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এক পাচারকারী জানায়।