Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকায় সমিতির লটারীর টাকা ভাগাভাগি নিয়ে ॥ লাখাইয়ে সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশত ॥ আটক ৩৩

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় সমিতির লটারীর টাকা ভাগাভাগি নিয়ে লাখাইয়ে দু’দলের সংঘর্ষে একজন নিহত ও ১৫ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২ হাজার জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা করেছে। আটক করা হয়েছে ৩৩ জনকে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোনপক্ষই মামলা দায়েরের খবর পাওয়া যায়নি। নিহতের নাম জামিরুল ইসলাম (৩৫)। তিনি পূর্ব রুহিতনশী গ্রামের ছমেদ মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আমান উল্লাহপুরের বাসিন্দা লাখাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু এবং রুহিতনশী গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ উদ্দিনের লোকজনের মধ্যে ঢাকায় একটি সমিতির লটারির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দেয়। ঈদুল ফিতর উপলক্ষে উভয়পক্ষের লোকজন গ্রামের বাড়িতে এলে উল্লেখিত বিরোধের জের ধরে তারা শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বটতলা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে জামিরুল ইসলাম নামে একজন মারা যায়।
এদিকে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশত লোক আহত হয়। উক্ত ঘটনায় এসআই শফিকুর রহমান বাদি হয়ে শনিবার বিকেলে অন্তত ২ হাজার জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩৩ জনকে আটক করেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, নিহত জামিরুলের দাফন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ৩৩ জনকে আটক করা হয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এখনও হত্যাকাণ্ডের ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই শফিকুর রহমান বাদি হয়ে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেছেন।