Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইনজিবীদের সাথে মেয়র প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নিবার্চনে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেছেন, আমি নির্বাচিত হলে সকল শ্রেনীপেশার মানুষের মতামতের ভিত্তিতে পৌরসভার জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্ঠা করবো। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজিবী সমিতির ভবনে আইনজিবীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় অ্যাড. আফিল উদ্দিন (জিপি) অ্যাড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাড. আবুল মনসুর চৌধুরী, অ্যাড. লুৎফুর রহমান তালুকদার, অ্যাড. আব্দুল আহাদ ফারুক, অ্যাড. নুরুল ইসলাম তালুকদার, জেলা আইনজিবী সমিতির সভাপতি অ্যাড. বদরু মিয়া, সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, অ্যাড. পারভিন আক্তার, অ্যাড. মুদ্দত আলী, অ্যাড আতাউর রহমান, অ্যাড. সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাড. মন মোহন দেবনাথ, অ্যাড. নির্মল ভট্রাচার্য্য রিংকু, অ্যাড. জেবুনেচ্ছা মুক্তা, অ্যাড নজরুল আজিজ জুনেদ, অ্যাড, মো. আব্দুল মোছাব্বির বকুল (ভিপি জিপি), অ্যাড জোতিষ গোপ, অ্যাড দেবাংশু দাশগুপ্ত রাজু, অ্যাড, নারদ গোপ, অ্যাড. মুনতাকিম চৌধুরী, অ্যাড নজরুল ইসলাম খান, অ্যাড আব্দুল মালেক, অ্যাড, মোঃ মিজানুর রহমান, অ্যাড. শিপন কুমার পাল, অ্যাড. রাজীব দে, অ্যাড. দীপক চক্রবর্তী, অ্যাড. আব্দুল আজিজ সোহেল, অ্যাড. রাজ গোপাল দাশ চৌধুরী, অ্যাড. শামছুল হক, অ্যাড. রনজিত দত্ত, অ্যাড জিয়া উদ্দিন, অ্যাড. গোলশান আরা ফেন্সি, অ্যাড. মাহফুজা খানম, অ্যাড. প্রবোধ চন্দ্র রায়, অ্যাড. অপরেশ, অ্যাড. আজাদ আলম, অ্যাড. তুষার মোদক, অ্যাড. আশিকুর রহমান, অ্যাড. তাপস পোদ্দার, অ্যাড. ইসরাঈল মিয়া, অ্যাড. টিটু রঞ্জন দাশ, অ্যাড, রেজাউল করিম, অ্যাড. তুষার দেব, অ্যাড. প্রীতম গোপ, অ্যাড. সুবীর রায়, অ্যাড.রনধীর দাশ, অ্যাড.কুতুব উদ্দিন জুয়েল, অ্যাড. মিঠু গোপ, অ্যাড, দেবাশীষ পাল, অ্যাড. শামীম আহমেদ, অ্যাড. মশীউর রহমান, অ্যাড. সুশীতল দেব, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড, মো. হারুন, অ্যাড. সজল চ্যাটার্জী, অ্যাড. ইকবাল ভুইয়া, অ্যাড. রূপক চৌধুরী, অ্যাড, মোজাম্মেল হক রাসেল, অ্যাড. সুশান্ত পাল, অ্যাড. আলী নেওয়াজ মান্না, অ্যাড. সেলিনা আক্তারসহ সভায় শতাধিক আইনজিবী উপস্থিত ছিলেন। আইনজিবীরা দলমত নির্বিশেষে অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে বিজয়ী করার জন্য সকলকে কাজ করার আহবান জানান।
বিকেলে চাঁন মিয়া মসজিদে শাফলা সংসদের আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন তিনি। রাতে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রাথী টিটু।