Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০১৪-১৫ অর্থবছরে হবিগঞ্জ পৌরসভার কল্যাণমুখী বাজেট প্রণয়নে প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য একটি কল্যাণমুখী বাজেট প্রণয়নের ল্েয অনুষ্ঠিত হয়েছে একটি প্রাক-বাজেট মতবিনিময় সভা। গতকাল রবিবার পৌরসভার সভাকে অনুষ্ঠিত এ প্রাক-বাজেট মতবিনিময় সভা ১ম পর্যায়ে অনুষ্ঠিত হয় শহরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে। মতবিনিময় সভায় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রতিবারই একাধিক পর্যায়ে প্রাক বাজেট মতবিনিময় সভার আয়োজন করা হয়। পৌরবাসীর মতামতের ভিত্তিতেই একটি সর্বস্বীকৃত, গ্রহণযোগ্য ও কল্যানমুখী বাজেট প্রণয়নই এ প্রাকবাজেট সভার উদ্দেশ্য বলে তিনি জানান। সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ইকরামূল ওয়াদুদ, প্রফেসর মোঃ আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা, চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ, বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিস্ট কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ শিল্পী সংস্থার সাধারন সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টু, কবি অপু চৌধুরী, শিশু সংগঠক বিজন বিহারী দাস, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিদ্ধার্থ বিশ্বাস ও সুরবিতান একাডেমীর সাধারন সম্পাদক আবুল ফজল। বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পল্লী জসিম উদ্দিনের জন্মজয়ন্তী পালনে বাজেটে অর্থবরাদ্দ রাখার আহবান জানান। এছাড়াও দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তায় বাজেটে বরাদ্দ বৃদ্ধিরও পরামর্শ দেন তারা। মেয়র সকলের মতামত যথাসম্ভব আসন্ন বাজেটে প্রতিফলিত হবে বলে উল্লেখ করেন।