Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথমবার নির্বাচনে ১৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জের নব-গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ প্রথমবারের মতো অনুষ্টিত নিবার্চনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মে) সকালে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান (ঘোড়া), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (আনারস)। ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল (চশমা), আওয়ামী লীগ নেতা বদরুল আলম দিপন (টিউবওয়েল), খন্দকার শফিক মিয়া সরদার (তালা), সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান (মাইক) ও মোঃ আব্দুল মতিন মাষ্টার (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী (কলস), মমতাজ বেগম ডলি (প্রজাপতি), রুবিনা আক্তার (ফুটবল), পারভিন আক্তার (হাঁস) ও মুক্তা আক্তার (পদ্মফুল) প্রতীক পেয়েছেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে দেশের ৪৯২তম উপজেলা হিসেবে শায়েস্তাগঞ্জ অনুমোদন দেয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলায় মোট ভোটার প্রায় ৪৬ হাজার। আগামী ১৮ জুন নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি চলছে।