Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগ্য শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় এক আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী সভাপতিত্বে ডাঃ আব্দুল আলীমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শেখ সুজাত মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমেদ পাঠান, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক আব্দুল বারিক রনি, আব্দুল হান্নান, রহুল আমিন রফু, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাবেক ইউপি চেয়ারম্যানের হাজি আব্দুল মোক্তাদির, কাপ্তান মিয়া, সাইফুর রহমান মালিক, ছালিক চৌধুরী, যুবরাজ গোপ, মোরশেদ আহমেদ, মনর উদ্দিন, আমিনুর রশিদ চোধুরী আমিন, আব্দুল মুহিদ, কাওসার মিয়া, শেখ সাদিকুর রহমান শিশু, সাজিদুর রহমান, জিল্লুর নুর, শেখ বাদশা মিয়া, কাইয়ুম মিয়া, হারুন মেম্বার, সাহেব আলী, আব্দুল বাসিত আজাদ, হারুন মিয়া, মাহমুদ মিয়া, শেখ মোঃ দিলাল উপজেলা যুবদল নেতা, শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, জিতু মিয়া সেন্টু, আহমদ ঠাকুর রানা, শাহীন মিয়া, ওয়েজ চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, আবুল খায়ের টিসা, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ রুয়েল, এনাম মিয়া, হবিগঞ্জ ছাত্রদলের সহ-সম্পাদক রুকন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, শেখ শিপন মিয়া, শেখ জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সুজাত মিয়া বলেন, বহুল দলীয় গনতন্ত্রের প্রবক্তা পথভ্রষ্ট জাতির স্বপ্নদ্রষ্টা সফল রাষ্ট্রনায়ক ক্ষণজন্মা পুরুষ যার জন্ম না হলে দেশ ও জাতির মঙ্গল হত না। আজকের এই দিনে নির্মম ভাবে খুন করেছিল দেশের বিপথগামী কিছু লোক। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।