Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ টাউন মডেল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাসিনা বেগম। বক্তব্য রাখেন-জালাল উদ্দিন, প্রাণেশ দাশ, গোলাম রব্বানী, শাহ মুশাহিদ আলী, ফখরুল ইসলাম বদরুল, ফখর উদ্দিন চৌধুরী, জেবুন্নেছা, দালালী রায়, কামরুন্নাহার, মনোয়ারা বেগম, সুপ্তা দেব, সৈয়দা জারসীন, সোলেমান মিয়া, রুহুল আমীন আখঞ্জি, আবুল কাশেম, আবু তাহের, মধু ভট্রাচার্য্য, আকবর আলী প্রমূখ। বক্তাগণ, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির দাবীর প্রেক্ষিতে প্রধান শিক্ষকদের বিতন ২য় শ্রেণির কর্মকর্তা মর্যাদা এবং সহকারী শিক্ষকদের উন্নত বেতন স্কেল প্রদানে বর্তমান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া গত ৮ এপ্রিল মন্ত্রী ও সচিবদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনায় সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে পূর্বঘোষিত কর্মসূচি নিয়ে যে আলোচনা হয়েছে তা বাস্তবায়নের দাবী জানান। আগামী ৩০ জুনের মধ্যে বেতন বৈষম্য দুর না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে বক্তারা উল্লেখ করেন।