Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার শেষ দিনে রিটার্নিং অফিসার খুরশেদ আলমের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের প্রত্যেকেই আওয়ামী লীগ নেতা। বিএনপির কোন প্রার্থী এখনও পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি। সকাল থেকে বিকেল পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হচ্ছেন-আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন, জেলা বিএনপি’র সাবেক যুগ্মা সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও আব্দুল্লা-আল কাফি ফুজায়েল ও গাজী পারভেজ হাসান। প্রার্থীতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন এবং ২৪ জুন ভোটগ্রহণ করা হবে।
এদিকে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজানকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। গতকাল সোমবার দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, যুবলীগ নেতা শাহ আলম সিদ্দীকি প্রমুখ। বক্তারা বলেন, হবিগঞ্জের পরীক্ষিত নেতা জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে বাদ দিয়ে বিগত নির্বাচনে বিতর্কিত প্রার্থী মিজানুর রহমান মিজানকে এবার মনোনয়ন দেয়া হয়েছে। তাই তাকে প্রত্যাহার করার দাবি জানান তারা।