Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোশ আমদেদ মাহে রমজান

এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ২২ রমজান। মাহে রমজানের সিয়াম পালন করতে কেউ সমর্থ না হলে কিংবা ব্যর্থ হলে তার জন্য কাযা কাফ্ফারা, ফিদয়া ব্যবস্থা আছে বটে কিন্তু রমজানের সিয়ামে যে প্রাচুর্য রয়েছে তা লাভ হয় না। কোরান মজিদে রমজানের সিয়াম পালন করার তাগিদ দিয়ে ইরশাদ হয়েছে ঃ যদি তোমরা উপলব্ধি করতে তা হলে বুঝতে পারতে সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর (সূরা বাকারা ঃ আয়াত ১৮৪)। মাহে রমজানে সিয়াম পালনে যে আনন্দ, যে আত্মিক পরিতৃপ্তির সৌকর্য, যে পরিচ্ছন্নতার আমেজ অনুভব, যে রহমত, মাগফিরাত ও নাজাতের প্রাচুর্য পরশ লাভ করা যায়, তা অন্য সময়ে লাভ করা যায় না। কাযা, কাফফারা, ফিদয়া দিলে ফরজ আদায় হয়ে যায় বটে কিন্তু রমজানের যে প্রভূত কল্যাণ রয়েছে, তা অর্জিত হয় না। প্রিয়নবী (সাঃ) বলেছেন, মাহে রমজানের একটি সিয়াম তরক করা এত বড় কঠিন কর্ম যে, সারা জিন্দেগী ভরে সিয়াম পালন করলেও তার ক্ষতিপূরণ করা সম্ভব হবে না (তিরমিযী ও আবু দাউদ শরীফ)।