Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দলীয়ভাবে একক প্রার্থী নির্ধারণ না হলে প্রার্থী হবেন না জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ দলীয়ভাবে একক প্রার্থী নির্ধারণ না হলে হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থী হবেন না আলহাজ্ব জি কে গউছ। তবে দলের যে কোন সিদ্ধান্ত পালনে তিনি প্রস্তুত বলে জানান। গতকাল শনিবার আসন্ন পৌর নির্বাচন নিয়ে এ প্রতিনিধির সাথে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- ২০০৪ সালে পৌর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পৌরবাসীর সেবা করে আসছি। বিগত প্রায় ১৫টি বছর পৌরবাসীর সুখে-দুখে পাশে ছিলাম। দল মত ও ধর্মবর্ণের উর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করেছি। একটি অবহেলিত পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করেছি। বিশ্বের বিভিন্ন দেশ সফর করে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নত নাগরিক সেবা দিয়েছি হবিগঞ্জ পৌরবাসীকে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে পৌরবাসীর সেবাদানে নতুনত্ব এনেছি। ওয়ানস্টপ সার্ভিস চালু করে নাগরিক সেবা পেতে যে দুর্ভোগ পোহাতে হত তা লাগব করেছি। হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যতিক্রমধর্মী উদ্যোগ দেশের অন্যান্য পৌরসভা অনুস্বরণ করছে। এর একটাই উদ্দেশ্য ছিল, জনগণের ট্যাক্সের টাকা জনগণের কল্যাণে ব্যায় করা। আর এসব করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত আমাকে অতিক্রম করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ১৩শ ৪৭ দিন কারাগারে কাটিয়েছি। এ জন্যই পৌরবাসীও আমার পাশে ছিল। হবিগঞ্জ পৌরসভার ৩টি নির্বাচনে বিপুল ভোটে পৌরবাসী আমাকে মেয়র নির্বাচিত করেছে। আমার রাজনৈতিক কঠিনতম সময়গুলোতে হবিগঞ্জের মানুষ আমার পাশে দাড়িয়েছে। মানুষের জন্য কাজ করলে মানুষ প্রতিদান দিতে ভুল করে না, যার প্রমাণ পৌরবাসীর আমাকে দিয়েছে। আমিও আমৃত্যু হবিগঞ্জবাসীর পাশে থাকবো।
তিনি বলেন- আমি বিএনপির মত একটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মী। তাই আমাকে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করতে হয়। বিগত সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তে মেয়রের পদ থেকে পদত্যাগ করে আমাকে প্রার্থী হতে হয়েছিল। দল চাইলে আবারও আসন্ন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে আমি হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে অংশ গ্রহন করবো না।