Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে রাস্তা ও বাসা-বাড়ীতে পানি

স্টাফ রিপোর্টার ॥ কয়েক ঘন্টার বৃষ্টিতে হবিগঞ্জে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমনকি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শনিবার ভোর রাত থেকে হওয়া বৃষ্টির কারণে শহরের প্রধান সড়ক পর্যন্ত ডুবে গেছে। পানিতে নিমজ্জিত হয়ে পড়ে পানি উন্নয়ন বোর্ডের আঙ্গীনা, সার্কিট হাউজ প্রাঙ্গণ। এছাড়াও শায়েস্তানগর হকার মার্কেট, অনন্তপুর, মোহনপুর, ইনাতাবাদ, চৌধুরী বাজার, সার্কিট হাউজের সামনের রাস্তা, নোয়াহাটি, বগলাবাজার, উত্তর শ্যামলী, নাতিরাবাদ, কালিগাছতলাসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে প্রধান সড়কের উপর রিকশা, অটোরিকশা ধোয়ামুছা করেন। এদিকে বছরের বছর ধরে বর্ষা মৌসুমে এমন অবস্থা চলতে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেনা। এ নিয়ে শহরবাসীর মাঝে ক্ষোভোর অন্ত নেই। একটু বেশি বৃষ্টি হলে অনেক এলাকায় আবার বাড়িঘরেও পানি ঢুকে যায়।