Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জের কথিত জ্বিনের বাদশা বাবুল চিশতীকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের আলোচিত ভূয়া কবিরাজ কথিত জ্বিনের বাদশা বাবুল চিশতী ওরফে রবি চিশতী (৪০) কে আবারও আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৪টার সময় শায়েস্তাগঞ্জ স্টেশনের রেল গুদাম এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজাম উদ্দিন ও ভূয়া কবিরাজ বেগম বিবির পুত্র।
পুলিশ জানায়, বাবুল চিশতী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছে। বিভিন্ন ছটকদ্বারী বিজ্ঞাপনের মাধ্যমে সহজ সরল মানুষকে তার কব্জায় এনে বিভিন্ন রোগ বালাই, প্রেম-ভালোবাসা, স্বামী-স্ত্রীর মিল, মামলা-মোকদ্দমায় জয়সহ বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয়। আবার কোন কোন সময় আজমিরী শরীফের খাজা মঈন উদ্দিন চিশতী (রহঃ) এর মাজারের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আবার কোন কোন সময় নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়েও এমন কর্মকান্ড চালায়। গতকাল শনিবার ওই সময় রেল গুদামের সামনে মজমা বসিয়ে মানুষের সাথে প্রতারণা করার সময় পুলিশ তাকে আটক করে। পুলিশ আরও জানায়, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় তার একটি আস্তানা রয়েছে। এই আস্তানায় দালালদের মাধ্যমে রোগীদের এনে বিভিন্ন রোগের নকল ঔষধ দিয়ে প্রতারণা করে। এর আগে সে বহুবার পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। কিন্তু আইনের ফাক-ফোকড় দিয়ে বেড়িয়ে এসে পুনরায় ওই ব্যবসায় জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে ভূয়া কবিরাজ বাবুল চিশতীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।