Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন জেলা প্রশাসক

বাহুবল প্রতিনিধি ॥ প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারী মূল্যে ধান কিনতে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের কৃষক আউয়াল মিয়ার বাড়ি থেকে শুরু হয় এ ধান ক্রয় কার্যক্রম। এদিন ৪ জন কৃষকের কাছ থেকে ৪ টন ধান কেনা হয়। প্রতি কেজি ধান কেনা হয় ২৬ টাকা দরে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: জসীম উদ্দিন ও খাদ্য অফিসের কর্মকর্তারা ছিলেন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা যাতে ধানের ন্যায্য দাম পান ও প্রকৃত কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন সেজন্য উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে কৃষকদের তালিকা প্রস্তুত করে দিয়েছেন। এবার এ উপজেলায় ৯৫ জন কৃষকের কাছ থেকে ৯৫ টন ধান কেনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ নিতে না পারে এজন্য কৃষকের বাড়ি গিয়েই ধান সংগ্রহ করছি আমরা।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে ধান কেনা হবে। কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না।