Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে যুব উন্নয়নের তত্ত্বাবধানে এডিবির অর্থায়নে যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি থেকে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল। প্রশিক্ষণে প্রোগ্রাম কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বানিয়াচং যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন আগা খান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দুইজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ৩০জন যুব মহিলা ১০দিনব্যাপী হাতে কলমে সেলাই কাজের উপর প্রশিক্ষণ নেবে।