Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নগর সমন্বয় কমিটির সদস্যদের সাথে হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট মতবিনিময় অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৯-২০ অর্থবছরের জন্য গঠনমুলক একটি বাজেট প্রনয়নের লক্ষে নগর সমন্বয় কমিটির সদস্যদের সাথে প্রাক-বাজেট মতবিনিময় করেছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ন নাগরিক সেবা সমুহের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা, মশক নিধন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সহায়তা, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহনকারী সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ ও হিসাব রক্ষক মোঃ শাহীন মিয়া। টিএলসিসি’র সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন প্রফেসার মোঃ ইকরামুল ওয়াদুদ, ফনী ভূষন দাশ, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মুকুল আচার্যী, ডাঃ অসিত রঞ্জন দাস, শংখ শুভ্র রায়, শান্তি রানী দাস, রেবা চৌধুরী, আইরিন আক্তার, ফরিদা আক্তার প্রমুখ।