Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

‘সকলের তরে সকল আমরা প্রত্যেক আমরা পরের তরে’

চুনারুঘাট প্রতিনিধি ॥ একদিকে ধানের মূল্য কম অন্যদিকে শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছিল না তখন একদল তরুণ শিক্ষার্থী ধান কেটে প্রমাণ করলেন “সকলের তরে সকল আমরা, প্রত্যেক আমরা পরের তরে”।
বুধবার এবং মঙ্গলবার একটি সংগঠনের ৮ থেকে ১০জন শিক্ষার্থী চুনারুঘাট পৌর শহরের লক্ষীপুর এলাকার কৃষক সেলিম মিয়াসহ কয়েকজনের ধান কেটে দিয়েছে। চলতি বোরো মওসুমে উপজেলায় ধানের মুল্য কমে যাওয়া এবং পাকা ধান কাটতে গিয়ে মজুরীর মুল্য বেড়ে যাওয়ায় কৃষকরা বেকাদায় পড়েছেন। এছাড়া ধান কাটার মজুর না পাওয়ার কারণেও ধান কাটতে পারছিলেন না। সারা দেশে যখন এ নিয়ে হই চই তখন চুনারুঘাটে সৃজনশীল মেধাবিকাশের শিক্ষার্থীরা কৃষকের পাশে দাড়াল। তারা ৭/৮ জন শিক্ষার্খী মঙ্গলবার সকালে লক্ষীপুর গ্রামের সেলিম মিয়ার ধান কেটে দেয়।
বুধবারও তারা তাদের সহপাটি নাহিদ মিয়ার বাবার জমির ধান কেটে দিয়েছে। সংগঠনের ৮/১০ জন শিক্ষার্থী গত দুদিনে স্থানীয় হিসেবে কেয়ার খানি জমির ধান কেটে দিয়েছে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সমালোচনা।
সংগঠনের আহবায়ক সাইফুর রাব্বি জানান, তাদের এলাকার কৃষকরা মজুর না পাওয়া এবং মজুরের মুল্য বেড়ে যাওয়ায় আমরা কৃষকের ধান কাটার উদ্যোগ নেই। তাই আমাদের সংগঠনের সদস্যরা ধান কেটে দিয়েছি।
সংগঠনের সদস্য তোফাজ্জল হোসেন জানান, আজ আমরা ৭/৮ জন সদস্য মিলে আমাদের সহপাটি নাহিদের পিতার ধান কেটে দিয়েছি। তার বাবা ধান কাটার কামলা (মজুর) পাচ্ছিলেন না তাই আমার এ ধান কাটার উদ্যোগ নেই।