Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাগাপাশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে সৌদী আরবে মহিলা গৃহকর্মী পাঠানোর নামে অর্থ আত্বসাত, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার আদালতে প্রতারনার শিকার ওই মহিলা এ মামলা দায়ের করেন। আদালত নবীগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
মামলার বিবরনে জানা যায়, ওই মহিলা ইতিপূর্বে ওমানে ছিলেন। ওমানে গৃহকর্মীদের অবস্থা ভাল না হওয়ায় তিনি দেশে ফিরে আসেন। পরে আসামী কৃপেন্দ্র দাস তাকে সৌদী আরবে প্রেরনের পরামর্শ দেন। সৌদী আরবে কৃপেন্দ্র দাস আরও অনেক মহিলাকে প্রেরণ করেছেন এবং তারা সেখানে ভাল অবস্থায় আছে বলেও আশ্বস্ত করেন। অবশেষে সৌদী আরবে পাঠানোর নামে ওই মহিলার কাছ থেকে সর্বমোট ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন কৃপেন্দ্র দাস। তিন মাসের মধ্যে বিদেশে প্রেরনের কথা থাকলেও কৃপেন্দ্র দাস তাকে বিদেশে প্রেরণ করেননি। শেষে তিনি মহিলার সাথে তার লেনদেনের কথা অস্বীকার করে মহিলার সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আদালত নবীগঞ্জ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। উল্লেখ্য, কৃপেন্দ্র দাস একজন শিক্ষক হলেও তার বিরুদ্ধে ইতিপূর্বে মানব পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলাটিও তদন্তাধীন রয়েছে।