Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নিরবচ্ছিন্নœ বিদ্যুতের দাবিতে ফুঁসে উঠছে জনতা ॥ রাস্তা অবরোধ ॥ ৭ দিনের আল্টিমেটাম

dav

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অসহনীয় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে ফুঁসে উঠছে জনতা। নিরবচ্ছিন্ন বিদুতের দাবীতে জনতা মাঠে নেমেছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ শহরে অবরোধ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শহরের নতুন বাজার মোড়ে নবীগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা শহরের যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা প্রশাসন বিদ্যুৎ বিভ্রাট সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তোলে নেয়।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, বিগত ৬ বছর যাবৎ ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণের অজুহাতে শুক্র ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এবং পবিত্র রমজান মাসের ইফতার, তারাবির নামাজ ও সেহেরীর সময় অতি মাত্রায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে নবীগঞ্জের সর্বস্তরের জনগণের আয়োজনে পূর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচির পালন করা হয়। এ সময় প্রায় দেড়ঘণ্টা শহরের যান চলাচল বন্ধ থাকে। এতে শহরের বিভিন্ন সড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। এ সময় আন্দোলনকারীরা, নবীগঞ্জে সাব-স্টেশন স্থাপন, পবিত্র রমজান মাসে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ দেয়া, আগামীতে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অজুহাতে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ না রাখা, গ্রামাঞ্চলে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট বন্ধ করা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ দেয়া, ইমারজেন্সি নাম্বার সব-সময় খোলা রাখা এবং ফোন রিসিভ করে সন্তোষজনক জবাব দেয়াসহ, মিটার রিডাররা মিটার না দেখে মনগড়া বিল দেয়া বন্ধকরাসহ বিভিন্ন দাবী উত্থাপন করেন।
এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন, নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম অবরোধকারীদের দাবী বাস্তবায়নসহ ৭দিনের ভিতরে বিদ্যুৎ বিভ্রাট সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারী তাদের অবরোধ তোলে নেন।