Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নাতিরাবাদ এলাকাবাসীর সাথে উন্নয়ন সম্পর্কিত মতবিনিময় সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ ॥ পৌর এলাকায় ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের নাতিরাবাদ এলাকাবাসীর সাথে হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। নাতিরাবাদ এলাকাবাসীর আয়োজনে গতকাল শনিবার চৌধুরী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ। মতবিনিময় সভায় করবস্থান উন্নয়নসহ নাতিরাবাদ ও তার আশপাশের এলাকায় নাগরিক সুবিধা বৃদ্ধিকল্পে পৌরসভার করনীয় বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন এলাকাবাসী। মেয়র আলহাজ্ব জি, কে গউছের প্রচেষ্টায় ইতিমধ্যে সমাপ্তকৃত উন্নয়ন কাজের ভুয়শী প্রশংসা করে চলমান সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন। মেয়র বলেন জনগনের ট্যাক্সের টাকা সাশ্রয় করে ইতিমধ্যে পৌরএলাকার মসজিদ, মন্দির, কবরস্থান, শ্বশ্মানসহ বিভিন্ন উন্নয়ন কাজ সমাপ্ত করা হয়েছে। তিনি ইউজিআইআইপি-৩ এর আওতায় পৌরএলাকায় ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে বলে উল্লেখ করেন। শীঘ্রই নাতিরাবাদ এলাকাবাসীসহ পৌরএলাকার জনগন ওই উন্নয়ন কাজের সুফল ভোগ করবেন বলে জানান মেয়র। মেয়র বলেন উন্নয়ন কাজের পাশাপাশি হবিগঞ্জ পৌরসভা হজ্ব প্রশিক্ষন, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সেবা, বই মেলা, বৃক্ষরোপন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সুন্নতে খৎনা, অস্বচছল পরিবারের মেয়েদের বিবাহ প্রদানসহ সামাজিক দায়দায়িত্ব গুরুত্বের সাথে পালন করে আসছে। তিনি পৌরসভার কর্মকান্ডে পৌরবাসীর সহযোগিতা ভবিষ্যতেও অব্যহত থাকবে বলেন আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় ৪ নং ওয়ার্ডের পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, সাবেক পৌরকমিশনার মেঃ সামছু মিয়া, সাবেক পৌরকাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।