Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত এ বাজেট অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। জনাকীর্ণ পরিবেশে সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাজেট ঘোষণা করেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দিয়ে ২কোটি ৪২ লাখ ২৪হাজার ৯শ ৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ব্যকস এর সাবেক সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া, অত্র ইউনিয়নের ইউপি সদস্য সমশের আলী, মুখলিছুর রহমান, মোবারক মিয়া, দেওয়ান নাসির উদ্দিন, আব্দুস সাহেদ, এনামুল হক, শেখ নুরুন্নাহার, সুজেতা বেগম, সফুরা খাতুন, তৌহিদুল মাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগসহ বিভিন্ন পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুন খন্দকার বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে ইউনিয়নে বসবাসরত প্রত্যেক নাগরিককে ইউনিয়নের ধার্যকৃত করসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারো একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে জনপ্রতিনিধিদের সাথে সকলকেই ইউনিয়নের উন্নয়ন কাজে এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল উন্নয়ন কাজ তরান্বিত হবে। বাজেট বিষয়ে তিনি বলেন, বাজেট বাস্তবায়ন করা হচ্ছে একটি কঠিন কাজ। যথাযথভাবে বাজেট বাস্তবায়ন করতে পারলে ইউনিয়নের চেহারা পাল্টে যাবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। পুরো বাজেট অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়নের সচিব বাবুল চন্দ্র রায়।