বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২২ মে, ২০১৯
  • ৬১৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উন্মুক্ত এ বাজেট অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। জনাকীর্ণ পরিবেশে সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাজেট ঘোষণা করেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দিয়ে ২কোটি ৪২ লাখ ২৪হাজার ৯শ ৮৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ব্যকস এর সাবেক সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া, অত্র ইউনিয়নের ইউপি সদস্য সমশের আলী, মুখলিছুর রহমান, মোবারক মিয়া, দেওয়ান নাসির উদ্দিন, আব্দুস সাহেদ, এনামুল হক, শেখ নুরুন্নাহার, সুজেতা বেগম, সফুরা খাতুন, তৌহিদুল মাম্মদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগসহ বিভিন্ন পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুন খন্দকার বলেন, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে ইউনিয়নে বসবাসরত প্রত্যেক নাগরিককে ইউনিয়নের ধার্যকৃত করসহ সকল বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, কারো একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে জনপ্রতিনিধিদের সাথে সকলকেই ইউনিয়নের উন্নয়ন কাজে এগিয়ে আসা উচিত। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল উন্নয়ন কাজ তরান্বিত হবে। বাজেট বিষয়ে তিনি বলেন, বাজেট বাস্তবায়ন করা হচ্ছে একটি কঠিন কাজ। যথাযথভাবে বাজেট বাস্তবায়ন করতে পারলে ইউনিয়নের চেহারা পাল্টে যাবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। পুরো বাজেট অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র ইউনিয়নের সচিব বাবুল চন্দ্র রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com