Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক বাজেট মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক বাজেট মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য হবিগঞ্জ পৌরসভার একটি আদর্শ ও কল্যানমুখী বাজেট প্রনয়নের লক্ষ্যে ধারাবাহিক প্রাক বাজেট মতবিনিময় সভার অংশ হিসেবে এ সভার আয়োজন করে পৌরসভা। মতবিনিময় সভার সভাপতি হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস বলেন, একটি গ্রহনযোগ্য ও সুন্দর বাজেট প্রনয়নে হবিগঞ্জ শহরের শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মূল্যবান মতামত ও পরামর্শ সহায়ক ভূমিকা পালন করবে। সভায় সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ পৌরসভার হল সমূহকে সংস্কৃতি ও নাট্য সংগঠনগুলোর জন্য আরো সহজলভ্য করার পরামর্শ দেন। তারা নাটক ও সংস্কৃতির মধ্য দিয়ে সচেতনতামুলক কর্মসূচী গ্রহন করার জন্য নতুন বাজেটে বরাদ্দ রাখার প্রস্তাব দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ, হিসাব রক্ষক মোঃ শাহিন মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, সুরবিতানের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাবুল, শিশু নাট্য সংগঠন সুন্দরমের সংগঠক বিজন বিহারী দাস, কবি অমিতাংশ দাস টুটুল, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, সংগীত শিল্পী সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।