Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিপনী বিতানে গলাকাটা ব্যবসা ॥ দোকানীদের ইচ্ছেমত মূল্য স্টিকারে বিক্রি হচ্ছে পণ্য

মাধবপুর প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাধবপুরের বিপনী বিতানগুলোতে গলাকাটা ব্যবসা। মাত্রাতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে মাধবপুরের কতিপয় মুনাফালোভী দোকানীরা। কাপড় ও কসমেটিকের দোকনীদের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। সূত্র জানায়, দেশিয় কাপড়ের পাশাপাশি পার্শ্ববর্তি ভারত থেকে নিয়ে আসা শাড়ী, থ্রি-পিছ, প্যান্টপিছ, বিভিন্ন প্রসাধনী মজুদ রেখে ক্রেতাদের সাথে প্রতারনা করে ছড়া মূল্য বিক্রি করা হচ্ছে। উপজেলা সদর বাজারের অর্ধশতাধিক কাপড়ের দোকানের প্রায় প্রতিটা দোকানেই নিজের ইচ্ছামত একদর ষ্টিকার ঝুলিয়ে রাখা হয়েছে। ক্রয় মূল্যের শতকরা নির্দিষ্ট লাভের পরিবর্তে কোন কোন কাপড়ে মনগড়া মূল্য স্টিকার লাগিয়ে বিক্রি করছে। দর কষাকষির কোন সুযোগ না থাকায় ক্রেতারা বাধ্য হচ্ছে দোকানীদের ইচ্ছামত মূল্যে পণ্য ক্রয় করতে। এতে করে ভোক্তা অধিকার ভুলন্ঠিত হওয়ার সাথে সাথে ঠকতে হচ্ছে সাধারন ক্রেতাদের। অপরদিকে রাতারাতি অর্থ বিত্তের মালিক বনে যাচ্ছে কতিপয় কাপড় ও কসমেটিক ব্যবসায়ীরা। ঈদ বাজারের কাপড়ের দোকানের বিভিন্ন ক্রেতার সাথে আলাপ করে জানা যায় যে, প্রায় সকল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একদর নির্ধারণ করায় যাচাইয়ের কোন সুযোগ নাই। তাদের নির্ধারিত মূল্যই পন্য ক্রয় করতে ক্রেতার বাধ্য হচ্ছে। সচেতন মহল মনে করছেন-নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা যথেইচ্ছাচার মূল্যে কাপড় ও কসমেটিক বিক্রি করে যাচ্ছে। এ ব্যাপারে মাধবপুর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহ মোঃ সেলিম জানান, কাপড়ের দোকানে শতকার ৫ টাকা লাভে বিক্রি হয় বলে আমি ব্যবসায়ীদের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান-দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার জন্য বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত আছে। ঈদকে সামনে রেখে পরিধেয় বস্ত্রসহ সকল পণ্যে ক্রেতা সাধারণের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় রোধকল্পে দোকানগুলোতে কত পারসেন্ট লভাংশ রাখে সেই বিষয়ে খোজ নেওয়া হবে।