Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের আনোয়ারপুর উত্তরা আবাসিক এলাকায় মদের পাট্টা নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার ॥ শহরের আনোয়ারপুর ও শ্মশানঘাট সড়কের উত্তরা আবাসিক এলাকায় মাদক ব্যবসায়ী বাবুল রাউত ওরফে সুইপার বাবুলের মদের পাট্টা বানানোর চেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে গতকাল দুপুরে আনোয়ারপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদার পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক আহবায়ক মোঃ ফজলুর রহমান লেবু হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন, আনোয়ারপুর গ্রামের সর্দার মোঃ ধনু মিয়া, নোয়াগাও গ্রামের পঞ্চায়েত সর্দার মর্তুজ আলী, উমেদনগর গ্রামের মুরব্বি মোঃ মিমরাজ মিয়া, জালালাবাদ গ্রামের মেম্বার জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, উমেদনগরের সর্দার মোঃ সোনাই মিয়া, রজব আলী, আব্দুল হান্নান ফরিদ, জেলা যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিকী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শরিফ চৌধুরী, মাওঃ জাবের আল হুদা চৌধুরী, উমেদনগরের মোঃ মফিজ মিয়া, লিয়াকত আলী, নোয়াগাও গ্রামের খেলু মিয়া, আনোয়ারপুর গ্রামের আব্দুল আহাদ, মোঃ মজিবুর রহমান, রাজনগরের মোঃ গোলাপ মিয়া, মাওঃ অব্দুস শহিদ, আনোয়ারপুর গ্রামের মোঃ সাহাব উদ্দিন, আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পিয়ারা বেগম মাওঃ আব্দুস ছালাম, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, অলিউর রহমান মেম্বার, জাহাঙ্গীর রহমান, মিলন আহমেদ, সোহাগ খান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা, আনোয়ারপুরের আবাসিক এলাকার মধ্যে মদের পাট্টা বসানোর বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন। আগামী ১৭ রমজানের ভিতরে সুইপার বাবুলকে তার মদের পাট্টার জন্য নির্মিত ঘর ভেঙে চলে যাওয়ার জন্য আল্টিমেটাম দেয়া হয়। অন্যতায় হাজার হাজার জনতাকে নিয়ে এলাকাবাসী মদের পাট্টার জন্য নির্মিত ঘরটি গুড়িয়ে দেয়ার হুশিয়ারী দেন।