Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং হেফাজত নেতা মাওলানা আব্দাল হোসেন খান এর ক্ষমা প্রার্থনা

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং হেফাজত ইসলামের সহ-সভাপতি আলিয়া মাদ্রাসার পিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান এবার স্ব -শরীরে উপস্থিত হয়ে শিক্ষক, অভিভাবক, প্রাক্তণ ছাত্র, ম্যানেজিং কমিটি ও বর্তমান ছাত্রছাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরও প্রতিবেদকের বিরুদ্ধে হেফাজত ইসলামের সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য ও কটূক্তি করায় উত্তেজনা প্রশমন না হওয়ায় প্রতিবেদক ইমদাদুল হোসেন খান’র কাছেও এ ঘটনায় ক্ষমা চেয়েছেন তিনি। গত ১৪ এপ্রিল স্থানীয় শহীদ মিনারে ১লা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনকে হেফাজতে ইসলাম বানিয়াচং শাখার বেহায়াপনা ও অশ্লীলতা দাবি করে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশের সভাপতি মাওলানা আবদাল হুসেন খান সমাপনী বক্তৃতায় বলেন, ‘বানিয়াচং আদর্শ হাইস্কুলে সংস্কৃতির নামে আদর্শ বিবর্জিত কর্মকান্ড হয়। ২০১০ সালে ওই স্কুলে রজতজয়ন্তী অনুষ্ঠানে ফাহমিদা নবী নামে এক শিল্পীকে আনা হয়। ওই শিল্পী মদ পান না করলে গলা খুলবে না বলায় তাকে মদ পান করিয়ে মঞ্চে উঠানো হয়। আব্দাল হোসেন খান’র এ বক্তব্যে অত্র স্কুলের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের শুভাকাংখীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকাল ১১ টায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে উপরোক্ত ঘটনার জন্য পিন্সিপাল আব্দাল হোসেন খান সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আমির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ সাহেদ আলী, এসএম আলী আক্কাছ, সৈদ্যারটুলা মহল্লার সান সর্দার এনামুল হোসেন খান বাহার মিয়া, সাবেক ছাত্র মুর্শেদুজ্জামান লুকু, আসাদুজ্জামান খান, মোঃ শাহজাহান মিয়া, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, তোফায়েল রেজা সোহেল সহ প্রাক্তণ ও বর্তমান ছাত্র ও বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।