Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে কৃষকের বাড়ী থেকে ধান ক্রয় করলেন জেলা প্রশাসক

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তাই প্রকৃত কৃষকদের বাছাই করে তাদের কাছ থেকে প্রতিটি ইউনিয়ন থেকে ধান কেনা হবে। কোনো ভাবেই কোনো সিন্ডিকেট ধান দিতে পারবে না। বেশি সংখ্যক কৃষক যাতে ধান বিক্রি করতে পারে সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় তিনি উপজেলা খাদ্য কর্মকর্তাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন কৃষক যেন সরাসরি তার ধান বিক্রি করে ক্রয় মূল্যের টাকাটা তার হাতে পায়। মাঝখানে কোন লোক যেন এটার বিনিফিট না নিতে পারে এটা হচ্ছে সরকারের উদ্দেশ্যে। সেটা নিশ্চিত করতে গিয়ে যা যা করা দরকার তা করতে হবে। কে পছন্দের লোক কে অপছন্দের লোক এখানে এটা দেখার কোন সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। গতকাল বানিয়াচংয়ে প্রকৃত কৃষকদের বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে ধান ক্রয়ের সময় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ উপরোক্ত কথাগুলো বলেন। রোববার বিকেলে সদর উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী গ্রামের হাজী আহমদ উল্বার বাড়ি থেকে শুরু হয় আনুষ্ঠানিক এই ধান ক্রয় কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার, সহকারি কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা খালেদ হোসাইন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বানিয়াচং খাদ্য গুদাম শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাসেম রাফে, প্রবীর চন্দ্র রায়, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদ্বীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, সাংবাদিক মখলিছ মিয়া, জীবন আহমেদ লিটন, ছাত্রলীগের সভাপতি এ ডেজ এম উজ্জ্বল, সেক্রেটারি রিপন চৌধুরী প্রমুখ। ওই দিন ৬ জন কৃষকের কাছ থেকে ১৫০ মন ধান কেনা হয়। প্রতি কেজি ধান কেনা হয় ২৬ টাকা দরে। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, কৃষকরা যাতে ধানের দাম পায় ও প্রকৃত কৃষক যাতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যাছাই-বাছাই করে কৃষকদের তালিকা প্রস্তুত করে দিয়েছেন। এবার এ উপজেলা থেকে ১ হাজার ৯০ মেট্রিক টনের বেশি ধান কেনা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার বলেন, দেশে কৃষকরা ঠিক মতো ধানের দর পাচ্ছেন না। তাই বানিয়াচংয়ের গ্রামে গ্রামে গিয়ে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে। যাতে করে কৃষকরা প্রকৃত দাম পান। সরাসরি কৃষকদের তালিকা করে দেয়া হয়েছে। একজন কৃষক কমপক্ষে ২ টন ধান সরকারকে দিতে পারবেন। ধান বিক্রি করতে আসা দোয়াখানী গ্রামের কৃষক মোশাররফ ও শের আলী বলেন, সিন্ডিকেটের কারণে তারা সরকারি গোডাউনে ধান দিতে পারেন না। তবে এবার গ্রামে এসে ধান কেনায় তারা সহজেই ধান বিক্রি করতে পারবেন। এতে কৃষকরা হয়রানি হবে না। ২৬ টাকা কেজি ধান বিক্রি করে তাদের লাভ থাকছে। তবে ধান কেনার পরিমাণ আরও বাড়ানোর দাবি করেন তারা। কৃষক নায়েব আলী ও সামাদ মিয়া জানান, কমপক্ষে প্রতিটি উপজেলা থেকে ২ থেকে ৩ হাজার মেট্রিক টন ধান কেনা উচিত। তাতে কৃষকরা কিছুটা লাভবান হতো। এত অল্প ধান কেনায় সব কৃষক এ সুবিধা পাবে না। তারপরও উপজেলা প্রশাসন থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে তা কৃষকদের জন্য ভালো হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা খালেদ হোসাইন বলেন, প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে।