Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে বিষধর সাপের কামড়ে সাথী আহমেদ নামের এক স্কুল ছাত্র মারা গেছে। তবে কথিত এক উজা দুই ঘন্টা ঝাড়ফোক দেওয়ার পর জ্ঞান ফিরে না আসলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। সে পইল গ্রামের সেলিম আহমেদের পুত্র। সূত্র জানায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায় সাথী। সেখানে বিষধর একটি সাপ তাকে কামড় দিলে পরিবারের লোকজন ওই গ্রামের এক কথিত উজার কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর উজা একটি মোরগ, লাল সালু কাপড় ও মিষ্টি এনে ঝাড়ফোক শুরু করে। দুই ঘন্টা অতিক্রম হলে তার জ্ঞান ফিরে আসেনি। এ সময় উজা বলে তাকে মাইচ্ছা আলদে কামড় দিয়েছে। আমার পক্ষে তাকে সুস্থ্য করা সম্ভব নয়। দ্রুত তাকে কলা গাছের বোড়ায় তুলে নদীতে ভাসিয়ে দেও। হয়তোবা বেচে যাবে। কিন্তু পরিবারের লোকজন উজার কথা না শুনে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার রাতে তার জ্ঞান ফিরে আসে। কিন্তু কিছুক্ষন পর সে মারা যায়। ওসমানী মেডিকেল কলেজের ডাক্তার জানান, তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে বাচানো যেত। সে স্থানীয় প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে উজা পলাতক রয়েছে।