Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কালীবাড়ীতে প্রয়াত সুবীর নন্দী স্মরণে শোকসভা ॥ সরকারীভাবে স্মৃতি ধরে রাখার উদ্যোগ গ্রহণের দাবী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত শিল্পী সুবীর নন্দী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরের কালিবাড়ীতে এই শোক সভার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ।
জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ এর সভাপতি জগদীশ চন্দ্র মোদক এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, কমরেড হীরেন্দ্র দত্ত, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, পার্থ প্রতীম দাশ, এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, অজিত কুমার পাল, শংকর পাল ফণি ভূষন দাশ, এডভোকেট সুধাংশু সুত্রধর, বিমল জ্যেতি চক্রবর্তী, নবকুমার চক্রবর্তী, প্রমথ সরকার, সুজিত পাল, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, ভূপিকা রঞ্জন দাশ, স্বপন লাল বণিক, বিশ্বজিৎ বণিক চন্দ, এডভোকেট নারদ গোপ প্রমুখ। বক্তারা বলেন, সুবীর নন্দী শুধু হবিগঞ্জের কৃতি সন্তান ছিলেন না তিনি দেশের একজন প্রখ্যাত শিল্পী ছিলেন। হবিগঞ্জে তার কোন স্মৃতি নেই। সরকারীভাবে তার স্মৃতি ধরে রাখার উদ্যোগ গ্রহণের দাবী জানান বক্তারা। প্রসঙ্গত, সুবীর নন্দী প্রয়াত হওয়ার পর হবিগঞ্জে এটিই প্রথম স্মরণ সভা।