Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

র‌্যাবের ক্রসফায়ারে নিহত হাকিমের সেকেন্ড ইন কমান্ড রতন গ্রেফতার ॥ ৯শ’ পিস ইয়াবা ও ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী রতনকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রতন র‌্যাবের ক্রসফায়ারে নিহত হবিগঞ্জ জেলার কুখ্যাত মাদক সম্রাট হাকিমের সেকেন্ড ইন কমান্ড। রতনের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে মাধবপুর থানা পুলিশ জানিয়েছে। সে মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের ঝাড়– মিয়ার ছেলে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা রেল গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রতন মিয়া এবং তার এক সহযোগী মোটরসাইকেলযোগে বস্তা ভর্তি ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল হাসান, এএসআই হামিদুল, এটিএস আই ফরিদুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোররাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা রেল গেইট থেকে তাকে গ্রেফতার করেন।
এ সময় বস্তার ভেতর থেকে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মোটরসাইকেল জব্দ করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ জানান তার বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, রতন গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ করার মতো সাহস করেনি কেউ।