Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরীর বিরুদ্ধে অতি দরিদ্র কর্মসৃজন কর্মসূচীতে অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ইউপি সদস্য ফারুক মিয়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিয়মের বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁনকে দ্বায়িত্ব দেন।
লিখিত অভিযোগে জানা যায়, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী ২০১৮-২০১৯ অর্থ বছরে ১ম পর্যায়ে ২৬৭ জন শ্রমিকের অনুকুলে ৪০ দিনের কর্মসূচীতে প্রতিজন শ্রমিকের ২শ টাকা মজুরী হিসেবে প্রায় ২১ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ পান। ১ম পর্যায়ে কর্মসূচীতে প্রতিদিন মাত্র ১শ থেকে ১৩০ জন শ্রমিক কাজ করেছে। কিন্তু প্রতিদিন কাজ করার কথা ২৬৭ জন। নামে বেনামে শ্রমিকদের স্বাক্ষর দিয়ে অবশিষ্ট সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে। ২য় পর্যায়ে আবার ২৬৭ জন শ্রমিকের অনুকুলে ৪০ দিনের কর্মসূচীতে প্রতিজন শ্রমিকের ২শ টাকা মজুরী হিসেবে প্রায় ২১ লাখ ৩৬ হাজার টাকার বরাদ্দ হয়েছে। নিয়মানুযায়ী গত ৪ মে থেকে কর্মসৃজন কর্মসূচীর কাজ শুরু হবার কথা থাকলেও ৩০/৩৫ জন শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু কাগজে কলমে সকল শ্রমিকের উপস্থিতি দেখিয়ে সই স্বাক্ষর দিয়ে সরকারি টাকা আত্মসাত করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, অভিযোগের সত্যতা যাছাই করে যতদ্রুত সম্ভব প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান বলেন-দ্বায়িত্ব প্রাপ্ত হয়ে আমি গোপনে ও প্রকাশ্য বিভিন্ন পন্থা অবলম্বন করে তদন্ত করছি। খুব শীঘ্রই রিপোর্ট জমা দেওয়া হবে।