Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শেভরনে ১০ লাখ টাকার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) গত শনিবার সকালে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষা বৃত্তি ২০১৪ চেক বিতরণ করে। দ্বিতীয়পর্বে শেভরণ বাংলাদেশ-এর অর্থায়নে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১০লাখ টাকার চেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে শেভরণ বাংলাদেশ-এর জৈষ্ঠ্য সমন্বয়কারী আব্দুল লতিফ উপস্থিত থেকে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিডিএসসি-শেভরণ শিক্ষা কর্মসূচীর টীম লিডার আব্দুন নুর, তাহিরপুর নয়-মৌজা ইত্তেফাকিয়া মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন, সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আয়ুব আলী, ম্যানেজিং কমিটির সহসভাপতি মোস্তাফা আহম্মেদ, মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিডিএসসি-শেভরণ শিক্ষা কর্মসূচীর প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত।
অনুষ্ঠানে আউশকান্দি র.প. উচ্ছ বিদ্যালয় ও কলেজ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ, তাহিরপুর নয়-মৌজা ইত্তেফাকিয়া মাদ্রাসা, সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসা, দীঘলবাক উচ্চ বিদ্যালয়, নাদামপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়, মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।