Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদালতে জবানবন্দি দিলেন এবি সিদ্দিক

এক্সপ্রেস রিপোর্ট ॥ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের অপহৃত স্বামী আবু বকর সিদ্দিক নারায়নগঞ্জ জেরা মেজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বকরের সঙ্গে তাঁর স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।
আদালতে জবানবন্দি শেষে আবু বকরকে পুলিশি নিরাপত্তায় নারায়ণগঞ্জে তাঁর নিজস্ব কর্মস্থলে নিয়ে যাওয়া হয়। এরপর যেখান থেকে তিনি অপহৃত হয়েছিলেন সেখানেও নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, জবানবন্দি দেওয়া শেষ হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ ব্যাপারে কিছু বলা যাবে না।
আদালত থেকে বের হয়ে আবু বকরের স্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন আইনি ব্যাপারগুলো চলতে থাকবে। তবে আগে যে রকম পরিবেশ নিয়ে আন্দোলন চালিয়েছিলেন ঠিক তেমনটাই আন্দোলন এখনও চালাবেন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ব্রিফিংয়ের পর এবি সিদ্দিককে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল চেকআপ করানো হয়। মেডিকেল চেকআপ করেন ডা. ফরহাদ হোসেন।