Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ২৪০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন ডাঃ মুশফিক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা সরকারে থাকার সুবাদে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গ্রামের গ্রাম। বিদ্যুৎসহ দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এক সময় ঘণ্টার পর ঘণ্টা থাকতে হতো অন্ধকারে। দুর্ভোগের অপর নাম ছিল লোডশেডিং। কিন্তু দিন পাল্টে গেছে। শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে গোটা দেশ। যেখানে বিদ্যুৎ পৌছে দেওয়ার ব্যবস্থা নেই সেখানে সৌরবিদ্যুৎ দেওয়া হচ্ছে। নোয়াগাঁও, পূর্ব বদরদী ও মাইজপাড়া গ্রামে জনসাধারণের বহুল প্রতিক্ষিত বিদ্যুতের দাবি আজ বাস্তবে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াগাঁও, পূর্ব বদরদী ও মাইজপারা গ্রামের ২৪০টি পরিবারের মাঝে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক মেম্বার কাওছার চৌধুরীর সভাপতিত্বে ও বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাক তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম মোঃ রুহুল আমিন, ওয়্যারিং পরিদর্শক সাহেবুল ইসলাম, রসুলগঞ্জ সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি হাবিবুর রহমান সবুজ। এতে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী ও ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল বাছিত রিপন প্রমুখ।