Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দূর্জয় স্মৃতিসৌধের ফটকে সামনে মানসিক রোগীর না খেয়ে মানবেতর জীবন-যাপন

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দূর্জয় স্মৃতিসৌধের ফটকে সামনে আমেনা (২৭) নামে এক মানসিক রোগী না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে। তবে স্থানীরা জানিয়েছেন সন্ধ্যার পরই এক শ্রেনীর মানুষ নামে নরপশুরা তার উপর নানা ধরনের নির্যাতন চালায়। মাঝে-মাঝে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলেও কেউ কোন স্থায়ী ব্যবস্থা না নেয়ায় যেকোন সময় মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা মনে করেন প্রশাসন যদি বেওয়ারিশ আসেনা কে পূর্নবাস করে দেয় তাহলে হয়তো এমন টা ঘটবে না। গতকাল শনিবার দুপুরে ভ্যাপসা গরমে রাস্তা দিয়ে হেঠে যাবার পর এ দৃশ্য অবলোকন করেন। পরে আমেনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সে তার নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না।
স্থানীয় ফুট-পাতের ব্যবসায়ীরা জানান, সে এক সপ্তাহ ধরে এখানে এসেছে এবং না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে। কোন-কোন সময় তাকে গাছের লতা পাতা ও ময়লা খেতে দেখা যায়। সন্ধ্যার পরে কিছু বখাটে ও মাদকসেবীরা তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায়। এ ছাড়াও রাতে নিমতলা ও দূর্জয় স্মৃতিসৌধের এলাকা অনেকটা নির্জন হয়ে যায়। এতে করে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে। তাই তাদের দাবী অতিবিলম্বে তাকে যথাযত পূর্নবাসন করা।