Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুকে নিয়ে সুবীর নন্দীর শেষ গান অবমুক্ত

এক্সপ্রেস রিপোর্ট ॥ সদ্য প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান গত মঙ্গলবার (৭ মে)। বুধবার (৮ মে) রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সদ্যপ্রয়াত এই সংগীত শিল্পী মৃত্যুর একমাস আগেই বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে একটি গান গেয়েছিলেন। গানটি গত বুধবার প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন সুজন হাজং।
তার শেষ গানটি ছিল- ‘এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি।’
গত ৩০ মার্চ সুমন কল্যাণের সংগীতায়োজনে মগবাজারের স্টুডিও ডি স্টেশনে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি সুর করেছেন যাদু রিছিল। গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে অবমুক্ত করা হয় গানটি।
সুজন জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয় দেশের ৮ শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এই গানটি সংযোজন করার কথা ছিল। তবে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চার দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী।