Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চান মিয়া জামে মসজিদে জুমার খুৎবায় ইমাম ॥ মসজিদের ভেতরে গল্পগুজব কারীদের ধ্বংস অবধারিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চান মিয়া জামে মসজিদে জুমার খুৎবায় খতিব মাওলানা নাসির উদ্দিন আখঞ্জী বলেছেন-মসজিদ আল্লাহর ঘর। সেই ঘরের শান শওকত মর্যাদা রয়েছে। মসজিদের ভেতরে দুনিয়াবী কোনো আলাপ করা যাবে না। অথচ প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদের ভেতরে কোনো কোনো মুসল্লী পরস্পরের সাথে গল্পগুজবে লিপ্ত হন। একে অন্যের সাথে হাসাহাসি করেন, মসজিদের অযুখানায় আড্ডা জমানো হয়। সেটা আল্লাহর সাথে সরাসরি বেয়াদবী। বারবার এসব বিষয়ে সতর্ক করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মসজিদ গল্পের জায়গা নয়, হাসিঠাট্টার জায়গা নয়। যারা আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর সাথে বেয়াদবীতে লিপ্ত হয় তাদের ধ্বংস সময়ের ব্যাপার মাত্র। তাদের ধ্বংস অবধারিত। হাদিস শরিফের উদ্বৃতি দিয়ে তিনি বলেন-ভয়ভীতি নতজানু হয়ে মসজিদে নামাজ না পড়লে তা সে নামাজ কোনো কাজে আসবে না। মাওলানা নাসির উদ্দিন বলেন- কবরের আযাব অত্যন্ত কঠিন ও ভয়ানক। মানুষ ও জ্বীন জাতি ছাড়া সবাই কবরের আযাব দেখতে পায়। কোনো মানুষ কবরের আযাব স্বচোখে দেখলে পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কবরের আযাব দেখনেওয়ালা দ্বারা দুনিয়ার কোনো কাজ করা সম্ভব হতো না। পেরেশানের মতো মসজিদে পড়ে থাকতো। পবিত্র রমজানে প্রতিটি মিনিট সময় পরকালের জন্য ব্যয় করার আহবান জানিয়ে আল্লামা আখঞ্জী বলেন-সময়ের হিসাব দিতে হবে। কোন কাজে সময় ব্যয় করা হয়েছে তার হিসাব না দিয়ে কেউ পার পাবে না। বেশী বেশী কোরআন তেলাওয়াত, বাচ্চাদেরকে কোরআন শিক্ষায় তাগিদ দেয়ার জন্য পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।