Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় স্থানীয় বারলাইব্রেরিতে এই সম্মেলন অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শফি কাইয়ূম এবং একেএম রাজীবের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আবুল হাসিম। প্রধান বক্তা ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোটে এনামুল হক সেলিম, আব্বাস উদ্দিন, উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল ইসলাম মতিন, এডঃ আব্দুল হাই, সর্দার এম এ মান্নান বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ চৌধুরী, লোকরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দু রউফ, হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, শারফিন রিয়াজ চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আহমেদ, জিতু মিয়া সেন্টু, খোকন শাহী ধনু, জহির আহমেদ সোহেল, মহিবুল ইসলাম সোহেল, আব্দুর রকিব, হবিগঞ্জ জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, লিটল সরকার, সংকর বনিক রাখাল সরকার, হবিগঞ্জ সদর উপজেলা তাতীদলে আহ্বায়ক জিল্লুর রহমান জিলু, যুগ্ম আহ্বায়ক মীর কামরুজ্জামান রুবেল, চুনারুঘাট উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন সর্দার, জলিল সরকার, মাধবপুর উপজেলা তাঁতীদলে আহ্বায়ক আবু রাসেল শাহিন, যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিন মিঠু, বানিয়াচং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মওদুদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান আছাদ, রাশেদ আহমেদ খান, নবীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আমিন উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ফকরুল ইসলাম, মৌলানা নজরুল ইসলাম, আনিসুর রহমান আনিস প্রমূখ।
সম্মেলন শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে মোনাজাত করে সবাই ইফতারে অংশগ্রহণ করেন।