Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের বিভিন্ন বাজারে ফরমালিন যুক্ত ফল বিক্রি ॥ ডায়রিয়ায় আক্রান্ত মহিলাসহ ১৫

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে হবিগঞ্জের বিভিন্ন বাজারে ফরমালিন যুক্ত আম বিক্রি হচ্ছে। আর এসব আম খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহিলাসহ ১৫ জন রোগী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অভিযোগ সরকারী কোন স্যালাইন কিংবা ঔষধ দেয়া হচ্ছে না। পহেলা রমজান থেকে হবিগঞ্জ শহরের থানার মোড়, শায়েস্তানগর, কোর্ট স্টেশন, চৌধুরী বাজার, সিনেমাহলসহ বিভিন্ন এলাকায় ফরমালিন যুক্ত আম বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। আর এসব আম খেয়ে অনেকেই ডায়রিয়া আমাশয়সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল সকালে মক্রমপুর গ্রামের আরজু মিয়া (৪৫), তার স্ত্রী হোসনা বেগম (৩৪), দেলোয়ার হোসেন (১৮) উমেদনগর গ্রামের ফারুক মিয়া (৫০), সুতাং গ্রামের রহিমা (৪০), বাঘাসুরা গ্রামের রহমত আলী (৩০), শায়েস্তানগরের ওয়াদুদ (২৫), হুরগাও গ্রামের নিশি রাণী (২৫) কে হবিগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
আক্রান্তরা জানান, আমরা আম খাওয়ার পর থেকে পেটে প্রচন্ড ব্যাথা অনুভব এবং পরে পাতলা করি। এ আমে কোন ধরনের ফরমালিন আছে তা আমরা জানতাম না। পরে হাসপাতালে এসে বুঝতে পারি এখানে যারা ভর্তি হয়েছে সবাই আগে বাজারের কেনা আম খেয়েছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্তরা জানান, হাসপাতাল থেকে কোন ফ্রী স্যালাইন কিংবা ইনজেকশন দেয়া হচ্ছে না। সবকিছুই বাহির থেকে কিনে আনতে হয়।